নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
খড়্গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন একাধিক রুটের চারটি ডিলাক্স বাস। খড়গপুরের নিত্যযাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে এই বাস উদ্বোধন করেন।
খড়্গপুর থেকে দীঘা। খড়্গপুর থেকে আসানসোল, খড়্গপুর থেকে কলকাতা ও খড়্গপুর থেকে তারাপীঠ। শুধু তাই নয় যেসব মানুষ বৃদ্ধ তাদের কথা মাথায় রেখে তারা যাতে দুর্গো উৎসব দেখতে পারে তার সুবিধার্থে জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ বাস উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে খড়্গপুরের বাসিন্দাদের জমি ছিল কিন্তু জমির মালিকানা ছিল না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আপনারা আগামী দিনের মুখ্যমন্ত্রীর সাথে থাকুন এই আবেদন জানান।
আরও পড়ুনঃ অনুরণন সাহিত্য পত্রিকার শারদীয়ার সংখ্যায় প্রকাশ অনুষ্ঠান
একইসাথে এদিন এলাকাবাসীর সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
এই দিনের অনুষ্ঠান এই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ একাধিক নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584