পূর্ব বর্ধমান জেলা পরিবেশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

0
47

শ্যামল রায়,কালনাঃ

inauguration of District Environment Fair 2
নিজস্ব চিত্র

শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিবেশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো।কালনা ২ নম্বর ব্লকের সিংয়েরকোন ব্যাংক বাজারে পরিবেশ মেলার উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।

inauguration of District Environment Fair
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র

পরিবেশ মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে এই ধরনের মেলার প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে। এই মেলার মধ্যে দিয়ে সচেতন ও তার একটা বার্তা দেওয়া হবে উপস্থিত সকল সাধারণ মানুষকে।সেই সাথে পরিবেশ মেলা প্রাঙ্গনে কৃষক বন্ধু প্রকল্প চাষিদের মধ্যে চেক তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ।কৃষক বন্ধু প্রকল্প চেক তুলে দিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ আরও জানিয়েছেন যে,রাজ্য সরকারের নতুন বছরে নতুন উপহার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প।এই প্রকল্পের মধ্যে দিয়ে কোন চাষি স্বাভাবিক বা অস্বাভাবিক ভাবে মৃত্যু হলে তিনি ২ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। সেই সাথে তিনি উল্লেখ করেছেন যে কৃষকরা রবি এবং খরিফ চাষে আর্থিক সাহায্য পাবেন সরকার থেকে।ইতিমধ্যে এই প্রকল্পে রয়েছে কোন চাষি জমির জন্য মিউটেশন করতে গেলে অর্থ দিতে হবে না, সে ছাড়াও খাজনাও মুকুব করা হয়েছে এই প্রকল্পে।তিনি বলেন এই প্রকল্পে চাষিরা ভীষণ ভাবে উপকৃত হবেন।এই প্রকল্পের যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে সব তুমি চাষিরা পাবেন জোরালো ভাষায় জানিয়ে দেন।

inauguration of District Environment Fair 4
ঢোল বাজনা বাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র

এদিন কার সবাই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ-সভাপতি দেবু টুডু ,সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া,জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা কমিটির সদস্য প্রণব রায় ও পরিকল্পনা দপ্তরের অতিরিক্ত আধিকারিক সৈকত হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কূপটি প্রমূখ।

আরও পড়ুনঃ ‘নন্দন’ এর উদ্যোগে পুষ্প প্রদর্শনীর আয়োজন

inauguration of District Environment Fair 3
নিজস্ব চিত্র

এই পরিবেশ মেলায় বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ নাচ,গান,ছৌ নাচ, আলোচনা, পরিবেশ দূষণ নিয়ে একাধিক সচেতন শিবির থাকবে।মেলা চলবে দুই দিন ধরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here