বাঁকুড়া পুর এলাকায় নলবাহিত পানীয় জল প্রকল্পের সূচনা

0
154

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

Inauguration of drinking water line at bankura | newsfront.co
নিজস্ব চিত্র

”আজকে চেন্নাইয়ে এক লিটার জল তিনশো থেকে চারশো টাকায় কিনতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে গঙ্গা সহ অনেক নদী থাকায় আমরা জলের অভাব বুঝতে পারিনা”। শনিবার রাজ্য নগরোন্নোয়ন ও পুর দপ্তরের উদ্যোগে বাঁকুড়া শহরে নলবাহিত পানীয় জল প্রকল্পের সূচনা করতে এসে একথা বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

Inauguration of drinking water line at bankura | newsfront.co
উদ্বোধন।নিজস্ব চিত্র

এদিন তিনি আরো বলেন, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে এই শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ট্যাঙ্কারে করে জলের ব্যবস্থা করি। তারপর এখানকার পুরপ্রধান ও এবিডিকে ডেকে পানীয় জলের স্থায়ী সমস্যা সমাধানে প্রকল্প তৈরী উদ্যোগ নেওয়া হয়। তারই প্রথম পর্যায়ের আজ শুভ উদ্বোধন হলো।

Firhad Hakim | newsfront.co
ফিরহাদ হাকিম।নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, রাজ্য নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্ত, জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু, বিধায়ক সম্পা দরিপা, পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ।

আরও পড়ুনঃ হাতের কাজ শিখে স্বাবলম্বী হয়ে স্বচ্ছলতা ফেরাচ্ছেন মহিলারা

Sayantan Basu | newsfront.co
সায়ন্তন বসু,বিজেপি নেতা।নিজস্ব চিত্র

তবে এদিন, সাংবাদিক এর মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বক্তব্যের পাল্টা তাকে কটাক্ষ করে মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেন আকাট মাথার মানুষদের মনে ঢুকবে না। তারা গুলি করা বন্দুক চালানো বুকে গুলি মারা এসব গুন্ডামি করতেই জন্মেছেন। সায়ন্তন বসুকে উগ্রবাদী নেতা বলে আখ্যা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here