কালিয়াগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের সূচনা

0
69

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

অবশেষে দীর্ঘদিনের আশা পূরণ।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌর নাগরিকদের। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় বিনামূল্যে আর্সেনিক মুক্ত পানীয় জল বাড়ি বাড়ি পেতে শুরু করল কালিয়াগঞ্জ পৌরবাসি।পৌরপ্রধান কার্তিকচন্দ্র পাল বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের সূচনা করলেন।

জল সরবরাহের সূচনা।নিজস্ব চিত্র

শহরে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চার জন পৌর নাগরিকের বাড়িতে পানীয় জলের সংযোগ চালু করেন। ২০১৭ সালে জেলার চোপড়ায় প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পানীয় জল প্রকল্পের সূচনা করেছিলেন। সেদিন শহরের কুড়িজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাড়িতে এই জল সংযোগ দেওয়া হয়েছিল।কিন্তু সাধারন মানুষের জল চালু হল আজ থেকে।এই জল সংযোগ নিতে শুধু ফর্ম পূরন করে আবেদন জানাতে হচ্ছে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দাদের।জল সংযোগ বিনামূল্যে নেই জল কর।

পুরপ্রধান কার্তিক চন্দ্র পালের আবেদন মেনে পুরদফতর এই জল সংযোগ দেওয়ার খরচ যোগাচ্ছে।প্রতি বাড়ি প্রায় সাত হাজার টাকা হিসাবে এই শহরের জল সংযোগ দিতে আনুমানিক দশকোটি টাকা বরাদ্দ করেছিল।টেন্ডার প্রক্রিয়া শেষে ভূগভর্স্থ পাইপ থেকে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। এদিন নিজ হাতে এই জল সংযোগের সূচনা করেন পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল,সঙ্গে ছিলেন উপপৌরপ্রধান বসন্ত রায়,কাউন্সিলার অমিত দেবগুপ্ত।

জলাধার।নিজস্ব চিত্র

জহরলাল নেহুরু আরবান রিনিউয়াল মিশনের অধীনে এই বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের কাজ ২০০৮ সালে শুরু হয়েছিল কালিয়াগঞ্জে।সেসময় কালিয়াগঞ্জ পৌরসভায় কংগ্রেসি পৌরবোর্ড। ২০১৫ সালে এই জল প্রকল্পের কাজ শেষ হলেও কর্মী নিয়োগের অনুমোদন রাজ্য না দেওয়ায় জল চালু করতে পারেনি কংগ্রেস বোর্ড।পড়ে রাজ্য সরকার কর্মীনিয়োগ করে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই জল প্রকল্পের সূচনা হয়।আজ বাড়ি বাড়ি বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জল পেয়ে খুশি পৌরবাসি।তারা জানান তাদের দীর্ঘদিনের দাবি পূরন হল।কারন মানুষের বিশুদ্ধ পানীয় জল খুব জরুরী।বিগত দিনে তাদের জল কিনে খেতে হত কিংবা পিএইচই’র উপরে ভরসা করে থাকতে হত।এখন আর সেই সব সমস্যা থাকলো না। কারন তারা তাদের বাড়িতেই বিনামূল্যে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল সংযোগ পেয়ে গেল।পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল জানান,যেসব মানুষ ইতিমধ্যেই আবেদন করেছেন,তাদের বাড়িতে জল পৌঁছে যাবে।রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় ও সহযোগিতায় শহরের সকলের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল সংযোগ দিতে পেরে আমরা আনন্দিত।শহরের ১৭টি ওয়ার্ডে ২৪ হাজার বাড়িতে এই পানীয় জল সংযোগ দেওয়া হবে।এক দিনে সব বাড়িতে জলের পরিষেবা পৌঁছে দেওয়া যাবে না।যেভাবে আবেদন জমা পড়বে সেই মতো কাজে বরাদ্দ ঠিকাদার সংস্থা জলের সংযোগ দেবে।

আরও পড়ুনঃ স্বচ্ছতা নির্মলতার সরকারি প্রচার দামামার পাশেই জমছে আবর্জনার স্তূপ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here