মুর্শিদাবাদ জেলায় প্রথম লিটল ম্যাগাজিন মেলা, উদ্বোধন হলো ফসিল পত্রিকা

0
236

মীর রাকেশ রৌশান,বহরমপুর :-

মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে প্রথম লিটল ম্যাগজিন মেলার শুভ উদ্বোধন হলো বহরমপুর গ্র্যান্ট হল ময়দানে। ৩১মার্চ শনিবার এই মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বেলা সাড়ে ৩টের সময় উদ্বোধন করেন বহরমপুর পৌরপিতা নীলরতন আঢ্য।

উদ্বোধন ফসিলের

এই মেলায় প্রাণ যেহুতু লিটল ম্যাগাজিন সুতরাং সাহিত্য পত্রিকা গুলির একটি আলাদা মাত্রা এনেদিলো এই মেলা।

এই মেলায় উদ্বোধন হলো মফস্বলের একমাত্র ধারাবাহিক প্রগতিশীল ষান্মাসিক সাহিত্য পত্রিকা “ফসিল”। উদ্বোধন করেন জেলার বিশিষ্ট কবি নাসের হোসেন এবং কবিতা ক্যাম্পাসের সম্পাদক হাত ধরে আনুষ্ঠানিক প্রকাশ হল ‘ফসিল’ সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষের
প্রথম সংখ্যা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও লিটিল ম্যাগাজিন সংখ্যা – এই বিষয় নিয়ে এবারের সংখ্যাটি সাজানো; পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু কবি সাহিত্যিকদের এই সংখ্যায় স্থান পেয়েছে। পত্রিকার সম্পাদক জৈদুল সেখ।

দু’দিনের এই মেলায় অংশ নিয়েছে জেলার ৩৬টি এবং ভিন জেলার ১২টি লিটল ম্যাগাজিন। যথাক্রমে, মুর্শিদাবাদ জেলা থেকে অনুভব, ঋতবীণা, বরং সাহিত্য, নাগরিক কন্ঠ, মহার্ণব, ছাপাখানার গলি, সৃজনী, বিনির্মাণ, ‘এবং কে, কি ও কেন’, বৃন্ত, দৃষ্টি, এখন প্রতিচ্ছবি, একুশে কবিতা, ঘাট পেরিয়ে, ফেমিনিজম.কম, পরি, অচেনা অক্ষর, নমিতাঙ্গন, নিনি, ইচ্ছেফড়িং, সময়, ঝড়, তমস, সমিধ, জনান্তর, ফসিল, অঙ্গাঙ্গী, অনুপ্রাস, বৈশাখী, অতঃপর, সঞ্চয়ন, বাসভূমি, চাতক, অর্কেষ্ট্রা, বিহঙ্গ, অথচ। মুর্শিদাবাদের বাইরে থেকে আদম, ঐহিক, ক্রৌঞ্চদীপ, সাংস্কৃতিক খবর, কবিতাপাক্ষিক, খেয়া, একক মাত্রা, কবিতা ক্যাম্পাস, ভাষালিপি, নাটমন্দির, তবুও প্রয়াস, পদক্ষেপ পত্রিকা চুঁচুড়া।

এই মেলায় কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করেন নাসের হোসেন, সুব্রত হাজরা, মিজারুল ইসলাম সহ কুড়ি জন কবি। মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী ও কবি সমীরণ ঘোষ, সমিত বিশ্বাস, এবং জেলার কবি, লেখক, সাহিত্যিকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here