নন্দীগ্রামে রাজ্য সরকারের প্রকল্পের শিলান্যাসে শুভেন্দু

0
33

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমান রাজ্য রাজনীতিতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম কারো কাছে অপরিচিত নয়। বিগত বামফ্রন্ট আমলেই নন্দীগ্রাম আন্দোলনকে নিয়ে অনেকটাই সুফল পেয়েছিল বর্তমান শাসক দল আর সেই নন্দীগ্রামে উন্নয়নের ধারা বইয়ে দিতে বর্তমান রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে করা হচ্ছে নানান উন্নয়নমূলক কাজ।

উদ্বোধন। নিজস্ব চিত্র

মঙ্গলবার নন্দীগ্রাম এলাকার সতীনান্দ কলেজ ময়দানে এক জনসভার মধ্য দিয়ে একাধিক প্রকল্প শিলান্যাস করে পরিবহন ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রীশুভেন্দু অধিকারী।

নিজস্ব চিত্র

এদিন শিলান্যাস করেন ২১ টি জল নিকাশি খালের ও তিনটি পুকুর খননের কাজের শুভ উদ্বোধন করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা জনসম্পদ ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহ একাধিক বিশিষ্ট বর্গ।

নিজস্ব চিত্র

মূলত সেই নন্দীগ্রামেই থাবা বসাতে শুরু করেছে গেরুয়া শিবির। তারই লক্ষ্যে এমনই বর্তমান রাজ্য সরকারের পদক্ষেপ এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here