শ্যামল রায়,কালনাঃ
‘স্বাস্থ্যই সম্পদ’ এই থিমকে সামনে রেখে শরীরচর্চা ও ক্রীড়াক্ষেত্রের মানোন্নয়নে মন্তেশ্বরের একটি স্কুলে জিমন্যাসিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা।মঙ্গলবারের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার দত্ত,পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শুভাশীষ ভট্টাচার্য,স্কুলের প্রধান শিক্ষক সেখ আসরফ আলি সহ বিশিষ্টজনেরা।পাশাপাশি এইদিন স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার তুলে দেওয়া হওয়া সফল ছাত্রছাত্রীদের হাতে।
রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের দেওয়া তিন লক্ষ টাকা ব্যয়ে মন্তেশ্বরের পিপলন শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের একটি মাল্টিজিম তৈরী করা হয়।আজ তারই ফিতে কেটে উদ্বোধন করা হয়।পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এই জিমন্যাসিয়ামে ওয়েট লিফটিং,ট্রেড মিল,সাইকেলিংয়ের মাধ্যমে শরীরচর্চা করে।এর মধ্য দিয়েই ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নে অনেকটাই সহায়ক হবে বলে মনে করেন স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের সৃষ্টি নিয়ে সৃজনমেলা
এই বিষয়ে বিধায়ক সৈকত পাঁজা বলেন, “ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন।পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীরচর্চা ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে এই মাল্টিজিম তৈরী করা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584