নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষুদ্র,ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে ও মালদহ জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার সন্ধ্যায়।
প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মন্ডল,স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা।৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই হস্তশিল্প মেলা।মালদহ শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।মেলায় তৈরি হয়েছে ২৫ টি স্টল।
আরও পড়ুনঃ বড় কাঁছারী মন্দিরের প্রবেশ দ্বারের উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাজ্যের ২৩ টি জেলার শিল্পীরা তাদের নিজেদের হাতে তৈরি সামগ্রী নিয়ে এই মেলায় যোগ দিয়েছেন।বাঁশ,কাঠ,মাটি, কাপড় সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রি করবেন তারা। এছাড়াও যে কদিন মেলা চলবে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই মেলা প্রাঙ্গণে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584