নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে মেদিনীপুর পুরসভা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে স্বাস্থ্যসাথী সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করা হয়। ওই হাসপাতালের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ- সভাধিপতি অজিত মাইতি ।

প্রথমাবস্থায় ওই বেসরকারি হাসপাতালটি কে নিয়ে করোনা পরিস্থিতির জন্য জেলার স্বাস্থ্য দফতর করোনা হাসপাতাল হিসেবে কাজ শুরু করে। কিন্তু কিছু সমস্যার জন্য জেলার স্বাস্থ্য দফতর ওই সংস্থাকে হাসপাতালটি ফিরিয়ে দেয়। পরে ঐ হাসপাতালটিকে আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যসাথী সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলে ওই সংস্থা।

ওই হাসপাতালে আধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ১০০ বেডের ওই হাসপাতালের উদ্বোধন করে পশ্চিমমেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, “মূর্তি নয় হাসপাতাল বানালে মানুষের নিরাময় হয়।
আরও পড়ুনঃ ছোটদের সাহিত্য পত্রিকা ‘নয়ন’-এর শারদ সংখ্যার মোড়ক উন্মোচন
যেভাবে এই হাসপাতালটি তৈরি করা হয়েছে ,তাতে আগামী দিনে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এখানে মানুষ ভালো চিকিৎসা পরিষেবা পাবেন।” তিনি ওই হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ভালোভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আহ্বান জানান।
আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতায় সাইকেল র্যালি মেদিনীপুরে
সেই সঙ্গে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালটিকে স্বাস্থ্যসাথী প্রকল্পের মানুষদের আওতাভুক্ত করার জন্যও ধন্যবাদ জানান তিনি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584