সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধন হলো আজ।বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কেন এখনও বারে বারে রোগীদের কলকাতার হাসপাতালে রেফার করা হচ্ছে ? চিকিৎসা করাতে এসে চিকিৎসা পাচ্ছেন না অনেকে।অহেতুক রেফার করবেন না।একটু ঝুঁকি নিয়ে চিকিৎসা করালে রোগীদের লাভ হয়।আর ঝুঁকি না নিলে বড় চিকিৎসক হওয়া যায় না,এমন ভাবেই ক্ষোভ প্রকাশ করলেন অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।রবিবার দুপুরে বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালের চতুর্থ তলায় অত্যাধুনিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটের উদ্বোধন করে এই কথা বলেন অধ্যক্ষ।
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায়,চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী,ভাইস চেয়ারম্যান গৌতম দাস, মহকুমাশাসক দেবারতি সরকার ,বিধায়ক নির্মল মণ্ডল সহ অন্যান্যরা। এদিন উদ্বোধন মঞ্চে রোগী রেফারের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করারও পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রেফারের উপায় বাতলে দিয়ে আরও বলেন , রোগীদের বারুইপুর থেকে কলকাতার যে হাসপাতালে পাঠানো হচ্ছে সেই হাসপাতালে শয্যা পাওয়া যায় কিনা তা দেখেই পাঠান।না হলে সেই রোগীকে বিভিন্ন হাসপাতাল ঘুরে রাতে বেশি দাম দিয়ে বেসরকারি নার্সিংহোমে যেতে হচ্ছে।এর পাশাপাশি রোগীদের পরিবারের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন , ‘হাসপাতালের উপর আস্তা রাখুন।চিকিৎসকরাও মানুষ।তাদের উপর বিরক্ত প্রকাশ করে ভাঙচুর করবেন না ,হেনস্তা করবেন না।’
বিমান বাবু আরও বলেন,’হাসপাতালে এই হাই ডিপেডেন্সি ইউনিটে বিনামূল্যে সাধারন মানুষ চিকিৎসা পাবে ,যেখানে বেসরকারি হাসপাতালে ৫০ হাজার টাকা খরচ হয়।সব সময় চিকিৎসক থাকবে।হাসপাতালে কয়েক দিনের মধ্যে ডায়ালসিস ইউনিটও শুরু হবে।আর স্বাস্থ্য সাথি কার্ড সবাই ব্যবহার করবেন।’এদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন,’স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব হচ্ছে।এক নতুন দিগন্ত আনতে চাই।বারুইপুর মহকুমা হাসপাতালে ১৩০ জন নার্স আছে আরও ১৬ জন নার্স দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড রোগীরা ভর্তি হলে ব্যবহার করুন ।
আরও পড়ুনঃ মহেশতলায় কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালের শুভ উদ্বোধন
হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ৫ টি শয্যা থাকবে,৫ জন চিকিৎসক,৬ জন নার্স সহ ৫ জন গ্রুপ ডি কর্মী থাকবে।এই ইউনিটের ফলে শ্বাস কষ্ট,অ্যাজমা রোগীরা উপকৃত হবে।ইতিমধ্যে ৩ জন রোগী এই ইউনিটে ভর্তি আছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584