বল্লভপুরে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন

0
247

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পরিবর্তনের পর শহর থেকে গ্রামে উৎসব এর আনন্দে মেতে উঠেছে সমগ্র বাংলা।চারিদিকে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।ধনী থেকে দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মেতে উঠেছে খুশিতে। কিছুদিন আগে উমা সপরিবারে কৈলাস যাত্রা করলেও আবার একা সিংহকে বাহন করে জগদ্ধাত্রী রুপে মর্তে এসেছেন ভক্তদের পূজা নিতে।তাঁর আগমনী বার্তা সারা বাঙলাতেই ছড়িয়ে পড়েছে।জগদ্ধাত্রী পূজা আগে একদিনের(হুগলি জেলার চন্দননগর ছাড়া) জন্য অনুষ্ঠিত হলেও বিগত কয়েক বছর ধরে চার পাঁচ দিনের অনুষ্ঠানে রুপান্তর হয়েছে।

জগদ্ধাত্রী মূর্তি। নিজস্ব চিত্র

আজকে মেদিনীপুর শহরের ১৬ নং এবং ১৭ নং ওয়ার্ডের বল্লভপুর ও করাতিপাড়ায় সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধন হয়।বল্লভপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধন করেন মেদিনীপুর পৌরসভার এক নম্বর নাগরিক চেয়ারম্যান প্রনব বসু, ওয়ার্ড কাউন্সিলর কল্পনা মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী শুভময় মুখার্জি সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।বল্লভপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা ২৭ বছরে পদার্পণ করেছে। অন্যদিকে করাতিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজার পঞ্চম বর্ষের উদ্ধোধন করেন আবৃত্তিকার মাষ্টার অনুভব পাল।উপস্থিত ছিলেন সুতনু ভৌমিক,সহদেব চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।নবমীর দিন প্রায় ৫ হাজার মানুষ অন্নভোগ গ্ৰহন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here