রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ
সিঙ্গারকোণ ব্যাঙ্ক বাজারে অনুষ্ঠিত হলো সিঙ্গারকোণ যাত্রা উৎসব।সিঙ্গারকোণ যাত্রা উৎসব ৪র্থ তম বর্ষের পদার্পন করল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কমিটি আদিবাসী সেলের সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু ,কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায়,কালনা ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘরিয়া,কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি এছাড়াও উপস্থিত ছিলেন কালনা ২নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি,সকল কর্মাধ্যক্ষ গণ,সকাল সদস্য,সদস্যাগণ সকল পঞ্চায়েত প্রধানগণ , সদস্য, সদস্যাগণ। এলাকার যাত্রাপ্রেমী মানুষরা উপস্থিত হয়েছিল।প্রতিদিন রয়েছে বিভিন্ন রকমের যাত্রা।যাত্রা উৎসব চলবে ৩১শে জানুয়ারী পর্যন্ত।
আরও পড়ুন: মাটির তলা থেকে উদ্ধার মূর্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584