কলম সৈনিক সাহিত্য ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন ও কবিতা পাঠের আসর

0
73

শ্যামল রায়, মধ্যমগ্রামঃ

রবিবার মধ্যমগ্রামে কবি দেবদত্তের আবাসনে কলম সৈনিক সাহিত্য ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। তার পাশাপাশি কবিতা পাঠের আসর ও বসেছিল। সাহিত্য ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রদীপ প্রজ্জ্বলন করেন কবি সম্পাদক তারক দেবনাথ। প্রধান অতিথি  ছিলেন কবি ও সাংবাদিক শ্যামল রায় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জ্যোতি প্রকাশ রায় ও তাপস চৌধুরী। কলম সৈনিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা কবি দেবদত্ত জানিয়েছেন যে এটি কবি সাহিত্যিকদের সংগঠন। কলম সৈনিক সাহিত্য ফোরামের এর উদ্যোগে নিয়মিত সাহিত্য সভা করা ,যারা প্রবীণ এবং তরুণ কবি তাদের সকলকে সম্মান জানানো হবে।

নিজস্ব চিত্র

এছাড়াও কবি-সাহিত্যিকদের সামনের সারিতে তুলে নিয়ে আসা এই সংগঠনের কাজ বলে জানিয়েছেন দেবদত্ত। প্রতি মাসের চতুর্থ রবিবার কবি দেবদত্তের আবাসনে নিয়মিতভাবে বসবে সাহিত্য সভা। এই সাহিত্য সভায় বিশিষ্ট কবিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়ে থাকে।
ইতিমধ্যে এই সাহিত্য সভা অলংকৃত করেছেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু , বিশিষ্ট কবি সাংবাদিক সিদ্ধার্থ সিংহ রায় , কবি ও সাহিত্যিক অনিশ ঘোষ ,কবি ও সাংবাদিক শ্যামল রায়, বরুণ চক্রবর্তী , সুদিন চট্টোপাধ্যায় ,অভিজিৎ পাল চৌধুরী , অসিত কৃষ্ণ দে ও কবি দিপা দাস প্রমূখ। এদিন উপস্থিত ছিলেন অপর্ণা ব্যানার্জি, সৌমাল্য মৈত্র ,মুকুল দেব ঠাকুর, গীতশ্রী সাহা, শিল্পী হালদার , সুশান্ত হালদার ও দুলাল সুর এর মতো ব্যক্তিত্ব ।

আরও পড়ুনঃ মহম্মদ বাজারে শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে আলোচনা সভা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here