খড়্গপুর মহকুমা আদালতের উদ্বোধন

0
90

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মঙ্গলবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বুলবুল চটিতে নবনির্মিত খড়্গপুর মহকুমা আদালতের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোটের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন উদ্বোধন করেন।

নিজস্ব চিত্র

প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন কলকাতা হাইকোটের বিচারক দেবাংশু বসাক। খড়্গপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের জেলাবিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক রেশমি কমল, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সহ আরো অনেকে।

নিজস্ব চিত্র

খড়্গপুর মহকুমা যাবতীয় মামলার বিচার হবে এই আদালতে। এইজন্য গড়ে তোলা হয়েছে সিভিল কোর্টের দুটি ডিভিশন, দুটি ফাস্ট ক্লাস জুডিসিয়াল মেজিস্ট্রেটের এজলাস ও একটি অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় মেজিস্ট্রেটের এজলাস। ২০০৭ সালে ঠিক হয় মহকুমা আদালত হবে খড়্গপুরে।দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরের খড়্গপুর বিভাগকে।

উদ্বোধন। নিজস্ব চিত্র

২০০৮ সালে শুরু হয় আদালত নির্মাণের কাজ।নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও মেদিনীপুরের একাংশ আইন জীবীর আন্দোলনে থমকে ছিল আদালতের উদ্বোধন। অবশেষে মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতের উদ্বোধন অনুষ্ঠিত হয়।এখন থেকে খড়্গপুর মহকুমা বাসিন্দাদের বিচারের জন্য মেদিনীপুর জেলা আদালতে যেতে হবে না। খড়্গপুর মহকুমায় যাবতীয় বিচার হবে খড়্গপুর মহকুমা আদালতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here