শিলিগুড়িতে শ্রমিক মেলার সূচনা

0
19

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্স ময়দানে শুরু হল শ্রমিক মেলা। এদিন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন। নিজস্ব চিত্র

এরপর সাংবাদিকদের মুখোমুখি শ্রম মন্ত্রী মলয় ঘটক বলেন যে শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে সামাজিক সুরক্ষা যোজনায় কিছু পরিবর্তন এনে টাকার পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

এর আগে সাধারন মৃত্যুতে কোন টাকা দেওয়া হত না। কিন্তু মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসার পর সাধারণ মৃত্যুতে তা দেওয়া হয়। ইতিমধ্যেই এক কোটি কুড়ি লক্ষ্য সামাজিক যোজনাতে রেজিস্ট্রেশন হয়েছে এবং এই মেলার মাধ্যমে প্রতিদিন আমাদের রেজিস্ট্রেশন বেড়ে যাচ্ছে।

নিজস্ব চিত্র

এর পাশাপাশি তিনি আরও বলেন যে বামফ্রন্টের সময় নয় কোটি টাকা দেওয়া হয়েছিল। এরপর আমরা সামাজিক সুরক্ষা যোজনায় ১৬৩০ কোটি টাকা দিয়েছি এবং আজকে এই মেলা থেকে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here