মালদহ জেলায় আইন মেলার উদ্বোধন

0
78

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায়,জেলায় সর্বপ্রথম এক বিশাল আইনী শিবির ও মালদহ জেলা আইনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদহ জেলা প্রধান বিচারক উদয় কুমার।এছাড়াও মালদা কলেজ ময়দানে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা মেডিকেল কলেজের এমএসভিপি অমিত দাঁ সহ অন্যান্য আইনজীবী ও বিভিন্ন দফতরের আধিকারিকরা।শনিবার সকালে মালদা কলেজ ময়দানে আইনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এই মেলা সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

inauguration of law fair
প্রদীপ প্রজ্বলন। নিজস্ব চিত্র

শ্রমিকদের,শিশুদের,মহিলাদের,বিভিন্ন আইনি সমস্যা কৃষি কাজের সাথে জড়িত ব্যক্তিদের সহায়তা,বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ডাক্তারি পরীক্ষা,সার্টিফিকেট ও মানসিক পেনশনের জন্য নাম নথিভুক্ত করা ইত্যাদির ব্যবস্থা করা হয়।এই মেলায় বিভিন্ন আইনি জটিলতা,আপসযোগ্য মামলা,ব্যাংক ঋণ পরিশোধ,প্রাকৃতিক দুর্যোগের শিকার,প্রবীণ নাগরিকদের,নেশাগ্রস্ত মানুষের আইনি সমস্যা ইত্যাদি ও তাৎক্ষণিক সমাধানের প্রচেষ্টা মেলায় করা হবে বলে জানা গিয়েছে।
নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি,জেলা শিশু সুরক্ষা দপ্তর,শ্রমদপ্তর সহ বিভিন্ন দপ্তরের ক্যাম্প করা হয় এই মেলায়।পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাধারণ মানুষ যেন বিভিন্ন ধরনের আইনি পরিষেবা পেতে পারে তার জন্যই জেলায় সর্বপ্রথম এই আইনী মেলার আয়োজন করা হয়। মালদার প্রত্যন্ত এলাকা থেকে এই মেলায় সুবিধা নিতে ভিড় জমায় সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ কালনায় পর্যটন উৎসবের সূচনা লগ্নে বাইক ব়্যালির আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here