নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচুড়ার ট্যাংরা খালের উপর ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মিত হয়েছে। মঙ্গলবার সেই নির্মিত সেতুর শুভ উদ্বোধন করেন রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী শুভেন্দু অধিকারী।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল পাকার সেতু নির্মানের। এলাকার মানুষের আবেদনে সাড়া দিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যের পালাবদল হয়। সেই কারনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে একের পর এক উন্নয়ন হয়ে চলেছে। নব নর্মিত সেতুর নাম করণ করা হয়েছে শহীদ স্মারক সেতু।
পাশাপাশি নন্দীগ্রাম- ২ ব্লকের বিরুলয়াতেও পালবনী খালের উপরে প্রাক্তন বিধায়ক দেবীশংক পন্ডা স্মারক সেতুর উদ্বোধন হয়।
সেতু উদ্বোধনের পাশাপাশি এদিন এলাকায় সবুজায়োনের লক্ষ্যে বৃক্ষ রোপণ করেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ জলের পাইপ লাইনের কাজেই স্বস্তি আসানসোল পুর এলাকায়
শুভেন্দু বাবু ছাড়াও এলাকার জনপ্রতিনিধি ও দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বাম আমলে খালের উপর সেতু নির্মানের আবেদন করা হলেও তা হয়নি। বর্তমান সরকারের হাত ধরে সেতু নির্মাণ থেকে রাস্ত তৈরির কাজ হয়ে চলেছে। ফলে খুশি এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584