মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্য সরকারের ক্রীড়া দফতরের উদ্যোগে কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে চালু হল মাল্টি জিম। আজ ফিতা কেটে এই মাল্টি জিমের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জিম চালু হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত স্কুলের ছাত্র থেকে শুরু করে শিক্ষকরা।জানা গিয়েছে,রাজ্য সরকারের ক্রীড়া দফতরের উদ্যোগে যেসব স্কুল আগ্রহী, তাদের একটি করে মাল্টি জিম দেওয়া হচ্ছে।রাজ্যের বহু স্কুলের দেওয়া হয়েছে। এদিন কোচবিহারের বিবেকানন্দ বিদ্যাপীঠে মাল্টি জিমের সূচনা হল।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “রাজ্য সরকারের ক্রীড়া দফতরের উদ্যোগে বিভিন্ন স্কুলে যারা আগ্রহী আছে,তাদের একটি করে মাল্টি জিম দেওয়া হচ্ছে। পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্ররা কিছুক্ষণ যদি এই জিমে ব্যায়াম করে,তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে।রাজ্য সরকার প্রচুর স্কুলে এই জিম দিয়েছে।যতদিন যাচ্ছে আরও বেশি করে দেওয়া হচ্ছে।যা ছাত্রছাত্রীদের সুস্থ থাকার পক্ষে সহায়ক হবে।”
আরো পড়ুনঃ মহম্মদ বাজারে স্বামী বিবেকানন্দের মূর্তি বিকৃতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584