নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মকর সংক্রান্তির দিন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা ও শাবড়ার একটি ক্লাবে মাল্টি জিমের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।পাশাপাশি জোড়াগেড়িয়া ফাঁড়িতে রক্তদান শিবির ও বস্ত্রদান শিবিরে যোগদান করেন জেলা পুলিশ সুপার।বেলদা থানায় বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় মাল্টিজিমের।তারই শুভ উদ্বোধন করেন তিনি।পাশাপাশি শাবড়াতে একটি ক্লাবে তৈরি মাল্টিজিমের উদ্বোধন হয় এদিন।
এদিকে জোড়াগেড়িয়া ফাঁড়িতে আয়োজিত হয় রক্তদান শিবির ও দুঃস্থ মানুষদের বস্ত্রদান শিবির।পুলিশ,পুলিশ কর্মী ও সাধারন মানুষ মিলিয়ে প্রায় দেড়শ জন এদিন রক্তদান করেন।প্রত্যেকের হাতে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানায় পুলিশ সুপার।পাশাপাশি এদিন জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে আয়োজিত হয় বস্ত্রদান শিবিরের।শতাধিক দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন পুলিশ সুপার।
আরও পড়ুনঃ রাজ্য সরকারকে অজয়ে পুণ্যস্নান করে পাপস্খলনের পরামর্শ দিলীপের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584