বহরমপুরে মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের সূচনা

0
174

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

চতুর্থ বর্ষ মুর্শিদাবাদ ইতিহাস উৎসব  অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। মুর্শিদাবাদ জেলার ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ইতিহাস উৎসব।

নিজস্ব চিত্র

রবিবার দুপুরে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ৯ ফেব্রুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনদিনব্যাপী চলবে এই ইতিহাস উৎসব।

নিজস্ব চিত্র

অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সুদীপ্ত পোড়েল মুর্শিদাবাদ অনুসন্ধান নামক সংকলন গ্রন্থ চতুর্থ খন্ড প্রকাশিত করেন। আলোচনা,  ঐতিহাসিক তথ্যচিত্র প্রদর্শনী, ঐতিহাসিক টিমের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করেন।

নিজস্ব চিত্র

ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনীতে প্রায় আড়াই হাজার বছর আগের মুদ্রা সহ গুপ্ত, কুষান,  শশাঙ্ক,  সুলতান, মোগল ও ব্রিটিশ আমলের  দুষ্প্রাপ্য মুদ্রা রয়েছে।

সুদীপ্ত পোড়েল, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ। নিজস্ব চিত্র

জেলার একশো কুড়ি জন ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করা হয়েছে এই দিনের তথ্য চিত্রের মাধ্যমে।

ডঃ রাজশ্রী  চক্রবর্তী, সভাপতি মুর্শিদাবাদ ইতিহাস চর্চা কেন্দ্র। নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা ডেপুটি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৃষ্ণ কুমার মন্ডল। কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা অপর্ণ বন্দ্যপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here