মাথাভাঙ্গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধন

0
67

মনিরুল হক, কোচবিহারঃ

দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল মাথাভাঙ্গায়। আজ ওই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সুসংহত শিশু বিকাশ প্রকল্প মাথাভাঙ্গা ১ নং ব্লকের আধিকারিক নীল রতন হালদার, পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার, গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্টু দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য নিরঞ্জন বর্মন, সুপারভাইজার মমতা রায় সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।

নিজস্ব চিত্র

এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার অ্যালংমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পশ্চিম বাইশগুড়ি শালতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

নিজস্ব চিত্র

মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ বলেন, “মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের ২০১৬-১৭ অর্থবছরে তহবিল থেকে এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ভবনের জন্য আনুমানিক ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।” মাথাভাঙার এসডিপিও নীলরতন হালদার বলেন, “এখন থেকেই এই সেন্টারগুলি শিশু আলয়ে রূপান্তর করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here