মনিরুল হক, কোচবিহারঃ
দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল মাথাভাঙ্গায়। আজ ওই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সুসংহত শিশু বিকাশ প্রকল্প মাথাভাঙ্গা ১ নং ব্লকের আধিকারিক নীল রতন হালদার, পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার, গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্টু দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য নিরঞ্জন বর্মন, সুপারভাইজার মমতা রায় সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।
এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার অ্যালংমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পশ্চিম বাইশগুড়ি শালতলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তালেব আজাদ বলেন, “মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের ২০১৬-১৭ অর্থবছরে তহবিল থেকে এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ভবনের জন্য আনুমানিক ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।” মাথাভাঙার এসডিপিও নীলরতন হালদার বলেন, “এখন থেকেই এই সেন্টারগুলি শিশু আলয়ে রূপান্তর করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584