নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এক দিনে সাত কোটি টাকার রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করল আলিপুরদুয়ার পুরসভা। রবিবার ছুটির দিনেও শহরের আট ও নয় নম্বর ওয়ার্ডে এদিন বিভিন্ন রাস্তা ও ড্রেন তৈরির কাজের সূচনা করা হয়। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এই টাকায় দেড়শোটি প্রকল্পের কাজ হবে।
নিকাশি নালা ও পাকা রাস্তার এই সব কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক শ্রী রাজেশ, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এই সব কাজের অর্থ বরাদ্দ হয়ে গেছে বলে জানিয়েছেন বিধায়ক সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুনঃ দিঘা থেকে উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ
এদিন সৌরভ চক্রবর্তী বলেন, ‘লক ডাউনের সময়ও উন্নয়নের কাজের জন্য মুখ্যমন্ত্রী অর্থ্য বরাদ্দ করেছেন। গোটা শহরকে আমরা ঢেলে সাজাচ্ছি। মাষ্টার প্ল্যান তৈরি হচ্ছে। এর আগে আমরা বিভিন্ন রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন করছি। এই শহর উত্তরবঙ্গের একটি মডেল শহর হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584