নতুন রণতরী নৌবাহিনীর হাতে তুলে দিল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

0
86

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সীমান্তে মাঝেমধ্যেই তৈরি হয় উত্তেজনা। আর সেই উত্তেজনাকে সামাল দিতে সব সময় নিজেদের রণ সম্ভার প্রস্তুত রাখতে চায় ভারতের নৌসেনা। আর সেই কারণেই সোমবার দুপুর ১২ টা নাগাদ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে ফের এই উচ্চমানের ও অত্যাধুনিক রণতরী তুলে দেওয়া হলো ভারতীয় নৌসেনার হাতে।

boat | newsfront.co
রণতরী হিমগিরি ৷ নিজস্ব চিত্র

এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত৷দূর থেকে শত্রুপক্ষকে চিহ্নিত করতে প্রস্তুত আরও উন্নত, অত্যাধুনিক নৌবাহিনীর রণতরী দীর্ঘ তিন বছর ধরে ১৯ হাজার ২৯৩ কোটি অর্থের বিনিময়ে একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। দেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পথে এক কদম এগিয়ে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড৷ হিমগিরি নামে নতুন রণতরী প্রকাশ্যে এনে তা তুলে দিলো নৌবাহিনীর হাতে ৷

launch | newsfront.co
মডেল হিমগিরি ৷ নিজস্ব চিত্র

আর কিছুদিনের মধ্যে সরকারিভাবে এই রণতরী কমিশন করা হবে নৌবাহিনীর সঙ্গে৷সোমবার প্রজেক্ট ১৭ আলফা নীলগিরি ক্লাসের রণতরী বা ফ্রিগেট হিমগিরির উদ্বোধন করা হয়। ভারতে এই মূহুর্তে ১৩ ফ্রিগেটস আছে৷ এদিনের নতুন ফ্রিগেটস যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১৪ টিতে।প্রসঙ্গত, তিনটি ক্লাস এর ফ্রিগেটস হয়৷ এক শিবলিক ক্লাস, দ্বিতীয় তালবার ক্লাস, ও তৃতীয় ব্রহ্মপুত্র ক্লাস৷ নীলগিরি বা প্রজেক্ট ১৭ আলফা হিমগিরি হল শিবালিক ক্লাস এর রণতরী বা ফ্রিগেটস৷

inauguration | newsfront.co
উদ্বোধনী অনুষ্ঠান ৷ নিজস্ব চিত্র

ভারতীয় নৌবাহিনীতে তিন ধরণের রণতরী রয়েছে৷ আকার ও আয়তনের দিক থেকে বড় রণতরী হল ডেসট্রয়ার, দ্বিতীয় ফ্রিগেটস আর তৃতীয় করভেটস৷ ফ্রিগেটস মূলত রসদ নিয়ে যাওয়া, ক্লোজ রেঞ্জে শত্রু জাহাজ ও সাবমেরিনে আঘাত হানার কাজ করে৷ ডেসট্রয়ার ক্যাটেগরির রণতরীর সঙ্গে সমুদ্রে রূপ নির্ণয় করে চলার কাজে ব্যবহৃত হয়৷ ভারতে এই মূহুর্তে ১৩টি ফ্রিগেটস আছে৷ এদিন ফ্রিগেটস যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১৪ টিতে গিয়ে দাঁড়াবে৷ তিনটি ক্লাস এর ফ্রিগেটস হয়৷ এক শিবলিক ক্লাস, দ্বিতীয়টি তালবার ক্লাস , ও তৃতীয় ব্রহ্মপুত্র ক্লাস৷ নীলগিরি বা প্রজেক্ট ১৭এ হল শিবালিক ক্লাসের রণতরী বা ফ্রিগেটস৷

আরও পড়ুনঃ ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি

দীর্ঘ তিন বছর ধরে ১৯ হাজার ২৯৩ কোটি অর্থের বিনিময়ে একেবারে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই উচ্চমানের ও অত্যাধুনিক রণতরী৷ কী কী থাকছে এই উচ্চমানের রণতরীতে? জানা গিয়েছে, গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই প্রথম আকার আয়তনের দিক থেকে এতো বড় রণতরী তৈরি করল৷ প্রজেক্ট ১৭ আলফা জাহাজ – উন্নততর অত্যাধুনিক গাইডেড মিসাইল রয়েছে৷

আরও পড়ুনঃ শাহ আসার পূর্বে খড়্গপুরে প্রস্তুতি বৈঠক সারলেন বিজেপি নেতা শিবপ্রকাশ

এটি ১৩৯ মিটার লম্বা৷ ২৮ নট বেশি গতি৷ অস্ত্র প্ল্যাটফর্মগুলিতে একটি শক্তিশালী অস্ত্র ও সেন্সর প্যাকেজ সজ্জিত রয়েছে৷ এয়ার সারফেস এবং সমুদ্রতল থেকে শত্রুপক্ষের মিসাইল ক্ষেপণাস্ত্রকে ট্রেস করে নষ্ট করতে সক্ষম হবে৷প্রজেক্ট ১৭ আলফার এই রণতরীতে ত্রিস্তরীয় স্টিলথ সিটেমে তৈরী৷

ইঞ্জিন- লেন্থ- ১৩৮এম, স্পিড ২৮ নট,শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিন এর রাডার ডিটেকশন, জ্যাম করা যায়৷ রণতরীর ইঞ্জিন এর আওয়াজ কম করে৷ রণতরী চলার সময়ে প্রপেলার চলার জন্য জলে কম্পন কম, যাতে শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিন না ধরতে পারে তার জন্য একোস্টিক সিগনেচার বা ভয়েস কম হবে৷ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য হিট সাপ্রেশন সিস্টেম থাকছে৷

আরও পড়ুনঃ নতুন সরকার আনার অঙ্গীকার শুভেন্দু অনুগামী কনিষ্ক পন্ডা’র

এই রণতরী ৬৬৭০টন মাল বহনে সক্ষম৷ দূর থেকে হিট করার ক্ষমতা থাকছে৷ ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শত্রুপক্ষকে চিহ্নিত করার সেন্সর রয়েছে৷ দূর ও কাছ থেকে হিট করার মিসাইল রয়েছে৷ একদিন সাবমেরিন ডিটেকশন সিস্টেম রয়েছে৷ থাকছে টরপেডো টিউব, হেলিপ্যাড৷ সঙ্গে অ্যাডভান্স কোডগ প্রোপালশন সিস্টেম৷

রাডার সিগন্যাল বাউন্স করবে৷ খুব সহজে জলে এর উপস্থিতি বোঝা যাবে না৷ সোনার ৩০০কিমি৷ দূর থেকেই শত্রুপক্ষের রাডার চিহ্নিত করতে পারবে আর সমুদ্র তল এর ১০০কিমি দূর থেকেই তা করা সম্ভব হবে৷ ২০২৭ সালের মধ্যে আরও ১৫ টি রণতরী নির্মাণের বরাত পেয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here