অভিষেকের সভার দিনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সভাপতির গাড়ি ভাঙচুর

0
109

মনিরুল হক,কোচবিহারঃ

tmc group conflict at avishek meeting 3
নিজস্ব চিত্র

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত দিনহাটায়। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি বিশ্বজিৎ নন্দী ওরফে বাবলা নন্দীর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল যুব কংগ্রসের বিরুদ্ধে।

tmc group conflict at avishek meeting 2
ভাঙচুর হওয়া গাড়ি। নিজস্ব চিত্র
tmc group conflict at avishek meeting
নিজস্ব চিত্র

এদিন ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের নায়ারহাট গোবড়াছড়া অঞ্চলের গোবড়াছড়া বাজার এলাকায়।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গেছে, মঙ্গলবার কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল।সেই সভা উপলক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনসভায় যাওয়ার জন্য গোবড়াছাড়া বাজারে পাঁচটি গাড়ি পাঠানো হয়েছিল বলে মাদার গোষ্ঠীর দাবি।এদিন এই গাড়ির উপর হামলা চালায় তৃণমূলের যুব কংগ্রেসের সমর্থকরা।যদিও ঐ ঘটনায় অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব কংগ্রেস নেতা নবীউল হক বলেন, “ঐ ঘটনার সাথে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কোন হাত নেই।তারা আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। তারা নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করে যুবদের উপর দোষ চাপানো হচ্ছে।”
ওই ঘটনার পর নায়ারহাট গোবড়াছড়া অঞ্চলের কার্যকরী সভাপতি বাবলা নন্দী বলেন, “আজকে কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল।সেই সভা উপলক্ষ্যে আমাদের এলাকায় পাঁচটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।সেই গাড়ি গুলির দেখভাল করার জন্য আসি গোবড়াছড়া বাজারে।গাড়ি গুলিতে মাদার পতাকা থাকায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে আমার নতুন গাড়িকেও।” তিনি আরোও বলেন, “যারা ওই কাজ করছে তারা কখনও তৃণমূল যুব কংগ্রেস হতে পারে না।যদি তারা তৃণমূল যুব কংগ্রেস হতো তাহলে আজ আমার গাড়ি ভাঙচুর করতো না” বলে তার দাবি।

আরও পড়ুনঃ মালদহে বনধের মিশ্র প্রভাব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here