মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহার ১ নং ব্লকের হাউয়ার গাড়ি গ্রামে মরা মানসাই নদীর উপর ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যায়ে তৈরি নবনির্মিত সেতুর উদ্বোধন হল রবিবার। নব নির্মিত সেতুটির নামকরণ করা হয়ে কবি অরুণেশ ঘোষ সেতু।এক সময় ওই হাউয়ারগাড়ি গ্রামেই বাড়ি ছিল প্রয়াত কবি অরুণেশ ঘোষের।আজ ঐ সেতুর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য আব্দুল জলিল আহামেদ, কোচবিহার ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য খোকন মিয়াঁ,গ্রাম পঞ্চায়েত সদস্য সহির উদ্দিন মিয়াঁ সহ আরও অনেকে।
জানা গেছে,উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকূল্যে ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যায়ে ওই সেতু নির্মাণ করা হয়েছে।পাশাপাশি সেতুর দুই দিকে আরও ৬০০ মিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। দীর্ঘ দিনের দাবী মেনে মরা মানসাই নদীতে সেতু নির্মাণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
এদিন ওই সেতু উদ্বোধনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল এই মরা মানসাই নদীতে সেতু নির্মাণের।এলাকার মানুষের সেই দাবি মেনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১৮ মিটার লম্বা জয়েস ব্রিজ নির্মাণ করা হয়েছে।সেতু নির্মাণের পাশাপাশি সেতুর দুই ধারে ৬০০ মিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।এই সেতু নির্মাণ হওয়ায় নদীর দুই পাড়ের মানুষ খুবই উপকৃত হবেন।
আরও পড়ুনঃ দিনহাটায় রান্নার ওভেন থেকে আগুন লেগে ভস্মীভূত বাড়ি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584