মালদহে দুই দিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসবের শুভ সূচনা

0
71

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

inauguration of  Bengal Festival at malda
নিজস্ব চিত্র

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় শুরু হল দুই দিন ব্যাপী মালদহ জেলা “উত্তরবঙ্গ উৎসব”।শনিবার ও রবিবার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ গানের মধ্য দিয়ে চলবে এই উৎসব।
এই উৎসবের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সংযোগ বাড়ানো,সরকারের সমস্ত প্রকল্প সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরে কিভাবে প্রকল্পের সুবিধা নেবে তা জানানো।

inauguration of  Bengal festival at malda 3
প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের শুভ সূচনা। নিজস্ব চিত্র

শনিবার প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে উত্তরবঙ্গ উৎসব এর শুভ সূচনা করা হয়।উৎসবের উদ্বোধন করেন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,সঙ্গে ছিলেন ত্যাগরুপানন্দজী মহারাজ,ইংরেজবাজার পৌরসভার উপ পৌর প্রধান দুলাল সরকার,শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুন্ডু, জেলা পরিষদের কর্মাধক্ষ প্রতিভা সিং সহ অন্যান্য অতিথিরা।এই উৎসবে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরুস্কৃত করা,সরকারের বিভিন্ন প্রকল্পের অনুদান উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।এছাড়া এই উৎসবে সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের স্টল খোলা হয় সাধারণ মানুষের স্বার্থে।প্রকল্পের সুবিধা কিভাবে পাবে স্টলে এসে জানতে পারবে।
উপভোক্তারা জানান, বিগত দিনে এই ধরনের কোন উৎসাহ দেওয়ার মতো অনুষ্ঠান হতো না।

আরও পড়ুনঃ দুইদিনের জেলা খন উৎসবের সূচনা

তাই সাধারণ মানুষ ও মহিলারা অনেক পিছিয়ে ছিল,বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ধরনের মেলা উৎসব এর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা জানতে পেরে ও উপভোগ করতে পেরে উপকৃত হচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here