সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও ডাক বিভাগের উদ্যোগে সুন্দরবনে শুরু হলো পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। ক্যানিং পোষ্ট অফিস থেকে মিলবে এই পরিষেবা। সপ্তাহে ৫ দিন অফিস টাইমে মিলবে এই সুবিধা। ক্যানিং পোষ্ট অফিসে এই পরিষেবা কেন্দ্রের উদ্ধোধন করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল মন্ডল, রিজিওনাল পাসপোর্ট অফিসার বিভুতি ভূষণ কুমার ও জেলাপরিষদের কর্মাধক্ষ্য শৈবাল লাহিড়ী প্রমুখ।সারাদেশে পাসপোর্ট পরিষেবা পোষ্ট অফিসের মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে।সেই উপলক্ষ্যে এই ক্যানিং অফিসের সুচনা হলো।এই পাসপোর্ট পরিষেবার উদ্বোধন করতে এসে রিজিওনাল পাসপোর্ট অফিসার বলেন,’ভারতে ৪০৩ টি পোষ্ট অফিস থেকে এই সেবা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের উদ্বোধন
এ রাজ্যে ৪০ টি পোস্ট অফিস এই কাজের সঙ্গে যুক্ত।সমস্ত কাগজ পত্র ঠিক থাকলে তিন দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।এবিষয়ে বিধায়ক শ্যামল মন্ডল বলেন,এটা একটা ইতিহাসিক দিন। সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষ কে কাজের তাগিদে বিদেশে যেতে হয়।আর এই পাসপোর্টের জন্য বিলম্ব হয়।এবার থেকে আর কোনো সমস্যা হবে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584