নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মুকুটে জুড়ে গেল আরো একটি নতুন পালক।চিকিৎসা পরিষেবার আরো বেশি উন্নতি করতে চালু করা হল উন্নত প্রযুক্তির পেডিয়াটিক ইনটেনশিব কেয়ার ইউনিট(পিআইসিইউ)।রবিবার নতুন এই পিকু কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) আশোক কুমার মোদক।
এছাড়াও উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ মেডিকেলের একাধিক কর্তা, আধিকারিক ও চিকিৎসকেরা।নতুন এই ইউনিটে প্রথম পর্যায়ে ১২ টি শয্যা চালু করা হল। ২৮ দিন থেকে ৯ বছর বয়স পর্যন্ত শিশুদের এই ইউনিটে চিকিৎসা করানো হবে।
প্রতিষ্ঠানিক প্রসব বাড়াতে রাজ্য সরকারের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে মাতৃমা বিভাগ কিন্তু শিশুদের সঠিক চিকিৎসার জন্য এতদিন কোন বিভাগ ছিলনা।শুধুমাত্র সদ্যজাত শিশুদের জন্য শিক নিউব্রন কেয়ার চালু চিল।ফলে এক মাস থেকে ৯ বছর বয়সি শিশুদের চিকিৎসার হত সাধারণ ভাবেই কিন্তু ওজন কম ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসাধীন শিশুদের সঠিক চিকিৎসা হতনা।এবার থেকে ওজন কম ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসাধীন শিশুদের পিকু বিভাগে চিকিৎসা হবে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে এআরভি ক্লিনিক
ফলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর হার আরো কম হবে এমনি দাবি চিকিৎসকদের।পিকু বিভাগে চিকিৎসার জন্য থাকবে মনিটার ও ভেন্টিলেটার সহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।শিশু বিভাগের চিকিৎসকের এই বিভাগে চিকিৎসা করবে।তবে ৯ জন নার্স ও ৮ জন কর্মবন্ধু নিযুক্ত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584