শ্যামল রায়,কলকাতাঃ
রবিবার সারাদিন ব্যাপী কলকাতার সূর্য সেন স্ট্রিট কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হল ঘরে সারা বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হলো।এই কবিতা উৎসবের উদ্বোধন করেন এই সময় কালের বিশিষ্ট কবি কৃষ্ণা বসু।
বাংলার রাইটার্স ফোরাম ও মফস্বল বাংলা কবিতা একাডেমির যৌথ উদ্যোগে কবিতা উৎসবটি অনুষ্ঠিত হয়।সারা বাংলা কবিতা উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তরুণ গাঙ্গুলী সহ অনেকে।
উদ্বোধনকালে কৃষ্ণা বসু কবিদের উদ্দেশ্যে বলেন যে এখন সময় এসেছে নতুন লেখক লেখিকাদের কাছে আবেদন তারা যেন লেখালেখি নিয়ে আরও ভাবেন এবং সমাজের বার্তা দেন নতুন নতুন শব্দের মধ্যে দিয়ে। কৃষ্ণা বসু আরো বলেন বাংলার লেখক লেখিকাদের নিয়ে এই ধরনের উৎসবের যথেষ্ট প্রয়োজনীয়তা যেমন রয়েছে তেমনি কবিতার মান সম্পর্কে তিনি সচেতন করেন কবিদের কাছে।লিটিল ম্যাগাজিন হচ্ছে নতুন লেখক লেখিকাদের কাছে লেখার আঁতুড়ঘর তাই কবিতা উৎসবের মধ্যে দিয়ে নতুন লেখক লেখিকাদের সাথে সম্পাদকের একটা মেলবন্ধন ঘটায়।
আরও পড়ুনঃ কালনা সাহিত্য মজলিসের উদ্যোগে কবিতা উৎসব
আয়োজক সংস্থার রাজ্য সাধারণ সম্পাদক কবি সাংবাদিক শ্যামল রায় জানালেন যে তাদের সংগঠনের মারফত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কবিতা উৎসব করে থাকেন শুধুমাত্র নতুন লেখক লেখিকাদের সাথে খ্যাতিমান লেখক লেখিকাদের একটা যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই ধরনের কবিতা উৎসব।
কবিতা উৎসবে সংবর্ধিত হন অজয় চক্রবর্তী রনজিত কুমার যশ,সুপ্রিয়া চক্রবর্তী, কৃষ্ণা ঘোষ শিব শঙ্কর বক্সী,শর্মিলা মাজী,মধুসূদন দেবনাথ, ফনি ভূষণ হালদার প্রমূখ।
সারা বাংলা কবিতা উৎসবে বিভিন্ন জেলা থেকে একাধিক কবিদের উপস্থিতিতে কবিতা উৎসবটি অনুষ্ঠিত হলো।বাঁকুড়া, মালদহ,মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া,বর্ধমান বীরভূম,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম প্রভৃতি জেলা থেকে একশো পঁচিশ জন কবি উপস্থিত হয়েছিলেন।
শতাধিক কবি কবিতা পাঠ করেন।উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন অশোক রায় চৌধুরী, বসন্ত কুমার প্রামানিক,সুদাম কৃষ্ণ মন্ডল,শিঞ্জিনি বসু ,শিখা চৌধুরী,সত্যব্রত বন্দ্যোপাধ্যায়,শ্রাবণী সোম যশ, ঝুনু ভৌমিক,সুব্রত দাস, স্বপন কুমার দাস, যুথিকা তরফদার ,সন্দীপ কুমার মিত্র, গদাধর দে,সুজাতা বক্সী,রানু রায়,সুবাস হালদার, মন্দিরা মুখার্জি,রাঘব পড়ে,রাখি চক্রবর্তী, শ্রাবণী হাজরা ঘোষ, শ্রাবণী ঘোষ,পলি ঘোষ,সোমা মুখোপাধ্যায়,শান্তনু শ্রেষ্ঠা,কমলিকা চক্রবর্তী, উজ্জ্বল বন্দোপাধ্যায়,গৌরাঙ্গ মজুমদার, মোনালিসা নায়েক,প্রশান্ত কুমার দে,সজল বন্দ্যোপাধ্যায়,লোপামুদ্রা মুখার্জী,পলাশ দাস, সুপ্রতিম ভৌমিক,সরজিত বিশ্বাস,কৃষ্ণা চক্রবর্তী, মায়া রায়টিকাদার,বেবি সাহা,অমর কুমার দাস, প্রশান্ত মাইতি,অনিমা মুখোপাধ্যায়,ফনি ভূষণ হালদার, সুশান্ত বিশ্বাস,তমা সরকার, সঞ্জীব বসাক, দূর্বা ঘোষ,মনীষা দে,সুনীল চক্রবর্তী, প্রতিভা গাঙ্গুলী, মায়া ঘোষ ঠিকাদার,জয়া ঘটক, সুনীল মুখোপাধ্যায়,বিষ্ণু ঘোষ, তাপস বন্দ্যোপাধ্যায়,জয়দেব দত্ত ,সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব দত্ত,সৌমাল্য মৈত্র,শিবব্রত গুহ রনিতা নিয়োগী,সুব্রত সামন্ত, বটকৃষ্ণ হালদার,সন্ধ্যা রং অলোক দত্ত, শ্যামল প্রামানিক ,ঝুনু প্রামানিক প্রমূখ।
সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া চক্রবর্তী, তমা সরকার সহ অনেকে।কবিতা উৎসবে একাধিক নতুন পত্রিকার উদ্বোধন হয়।উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক তরুণ গাঙ্গুলী ও কৃষ্ণা বসু।এই সারা বাংলা কবিতা উৎসবে মফস্বল বাংলা কবিতা একাডেমীর রাজ্য কমিটি সদস্যদের নামের তালিকা তৈরি হয় আগামী দিন রাজ্য কমিটি তৈরি হবে এবং জেলায় কবিতা নিয়ে আলোচনা কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।
প্রধান উদ্যোক্তা বিশিষ্ট কবি কৃষ্ণা বসু ওকবি শ্যামল রায় জানিয়েছেন যে আগামী দিন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের কবিদের নিয়ে কবিতার কর্মশালা করা হবে এবং কবিতার নানান দিক নিয়ে আলোচনা হবে পাশাপাশি কবিতার উৎকর্ষতা নিয়ে কবিদের শিক্ষিত করার কাজ করে যাবে এই সংগঠনটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584