নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
অবশেষে আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া থানার অন্তর্গত লঙ্কাপাড়ার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হল। বুধবার আনুষ্ঠানিক ভাবে লঙ্কা পাড়ায় উদ্বোধন হল নতুন পুলিশ ক্যাম্প।
জানা গিয়েছে,পুলিশ ক্যাম্পের জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছিলেন।বীরপাড়া থানা থেকে ভুটান সীমান্ত লাগোয়া লঙ্কা পাড়ার দূরত্ব প্রায় ১৮ কিমি। দুর্গম এলাকা যাতায়াতের ও সমস্যা ছিল।পুলিশ ক্যাম্প হওয়ার ফলে বাসিন্দাদের কিছুটা হলেও দুর্ভোগ কমে গেল।
অপর দিকে পুলিশ ফাঁড়ি হওয়ার ফলে আইন শৃঙ্খলার দিকটিও আয়ত্তের মধ্যে থাকবে। এদিন পুলিশ ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায় সহ অনান্য পুলিশ আধিকারিক বৃন্দ ।
আরও পড়ুনঃ চা-শ্রমিকদের বড়দিনের প্রস্তুতি তুঙ্গে ফালাকাটায়
বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া বলেন, “ভৌগোলিক দিক থেকে লঙ্কাপাড়ার গুরুত্ব অনেক। লঙ্কাপাড়া ভুটান সীমানা ঘেষা দুর্গম এলাকা। আপাতত পুলিশ ক্যাম্প হলেও পুলিশ আউট পোস্টের মত এখানে কাজ হবে। এক জন দক্ষ পুলিস অফিসার ক্যাম্পের দায়িত্বে থাকবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584