অমরাবতী বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের দ্বিতল ও প্রার্থনা কক্ষের শুভ উদ্বোধন

0
115

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Inauguration of  prayer hall at amarabati mandir
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরার উপস্থিতিতে রামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামীজীর জন্ম বার্ষিকী উদযাপন ও অমরাবতী বিবেকানন্দ লোকশিক্ষা মন্দিরের দ্বিতল ও প্রার্থনা কক্ষের শুভ উদ্বোধন হলো।

Inauguration of  prayer hall at amarabati mandir
মিলন কান্তি পাল,শিক্ষক। নিজস্ব চিত্র

নির্বাচনী বিধি নিষেধ থাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী উপস্থিত থাকলেও দ্বিতল এবং উপাসনা গৃহের উদ্বোধন করেন রামকৃষ্ণ নরেন্দ্রপুর মিশন এর মহারাজ স্বামী শ্রীমৎ তৎপরানন্দজী মহারাজ। এই দ্বিতল এবং উপাসনা গৃহ তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর আর্থিক সহায়তায়। কাকদ্বীপ ব্লক এর রাম গোপাল পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাশিয়াবাদ এলাকায় এটি তৈরি হয়।

Inauguration of  prayer hall at amarabati mandir
মন্ত্রী মন্টুরাম পাখিরা। নিজস্ব চিত্র

এলাকার হাজার হাজার মানুষ খুবই আনন্দিত।সেই উপলক্ষ্যে আজ সকাল থেকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীদের নিয়ে প্রভাতফেরি শুরু হয়।সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ পলিটেকনিক কলেজে রক্তদান শিবির

Inauguration of  prayer hall at amarabati mandir
নিজস্ব চিত্র

আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী তৎপরানন্দজী,কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের সহ শিক্ষক মিলন পাল প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here