শ্যামল রায়,কালনাঃ
কালনা এক নম্বর ব্লকের কালিনগর গ্রামটি ছিল দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। এলাকায় অভাব রয়েছে রাস্তাঘাটের।পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর।স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আর আই ডি এফের আর্থিক সহায়তায় প্রায় আট কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী।
রাস্তার উদ্বোধনকালে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।অভিযোগ বাম আমলে এই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। অথচ রাজ্যের মধ্যে তথা পূর্ব বর্ধমান জেলার মধ্যে এই কালিনগরের গুরুত্ব যথেষ্ট রয়েছে। কবাডি খেলওয়ারদের স্থান এই কালিনগর গ্রামটি। তাই অনেকেই কবাডি গ্রাম হিসাবে কালিনগর কে চেনেন এবং জানেন। জাতীয় স্তরের খেলওয়ারদের বসবাস এই কালিনগরে। তাই কালিনগর গয়েশপুর উদয়গঞ্জ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন তিনি। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিদায়ী সভাধিপতি দেবু টুডু ও পূর্ত দফতরের বিদায়ী কর্মাধ্যক্ষ বাবুল ইসলাম বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু সহ অনেকে।
পূর্ত দফতরের কর্মদক্ষ বাবুল ইসলাম জানিয়েছেন যে আগামী দিন এই গ্রামে কাঁচা রাস্তা থাকবে না। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর পাকা রাস্তার কাজ শেষ হয়েছে এবং চলছে আগামী দিন কোন গ্রামে কাঁচা রাস্তা থাকবে না।
ফিচার ছবি প্রতীকী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584