এএসপি বাঁচাতে যৌথ মঞ্চের আন্দোলনে টানাপোড়েন

0
30

সুদীপ পাল, বর্ধমানঃ

অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) বাঁচানোর জন্য যৌথ মঞ্চের অবরোধ কর্মসূচিতে আইএনটিইউসি নিজস্ব দাবি-সহ ব্যানার নিয়ে বিতর্ক তৈরি হল দুর্গাপুরে।

ছবিঃ প্রতিবেদক

যদিও প্রত্যেকটি সংগঠনের সাধারণ দাবি, বিলগ্নিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। কিন্তু আইএনটিইউসি এএসপি-কে বাঁচাতে ডিএসপি-র (দুর্গাপুর স্টিল প্ল্যান্টের) সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছে সিটু।

সিটু বিলগ্নিকরণের প্রস্তাব বাতিল করে এএসপি-কে নিজের পায়ে দাঁড় করানোর দাবি জানিয়ে আসছে প্রথম থেকেই।আইএনটিইউসি এএসপি-কে বাঁচাতে অন্য নানা উপায়ের পাশাপাশি প্রয়োজনে ডিএসপি-র সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাবেরও পক্ষে।

উল্লেখ্য, ২০১৭ সালের গোড়া থেকে আন্দোলন করছে শ্রমিক সংগঠনগুলি। তিন বার সময়সীমা বাড়ালেও সেলের ডাকা গ্লোবাল টেন্ডারে এখনও সাড়া দেয়নি কোনও সংস্থা।তবে কোনও সংগঠনের নিজস্ব মত যৌথ মঞ্চের কর্মসূচিতে প্রকাশ করা ঠিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ রেলের বিরুদ্ধে আন্দোলনের ডাক শুভেন্দুর

আইএনটিইউসি-র জেলা সভাপতি বিকাশ ঘটক অবশ্য বলছেন, এএসপি বাঁচাতে ডিএসপি-র সঙ্গে মিশিয়ে দেওয়া একমাত্র পথ নয়। অন্য পদক্ষেপ রয়েছে।

সিটু নেতা তথা দুর্গাপুর পূর্বের সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় দু’টি সংস্থা মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে ভাল ফল কিছু হয়না বলে মন্তব্য করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here