নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নতুন পর্যটক টানতে সেলফিজোন সহ বেশ কিছু আকর্ষণ মজুদ মেদিনীপুর শহর লাগোয়া গোপগড় ইকো ট্যুরিজম পার্কে। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপগড় ইকো ট্যুরিজম পার্কে বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সেলফি জোন সহ বাটারফ্লাই জোনের উদ্বোধন করেন।
পর্যটকদের কাছে নয়া আকর্ষণ নেচার ট্রেল। আর এই সেলফি জোন আর নেচার ট্রেল নিয়ে প্রথম দিন থেকেই রীতিমতো সাড়া পড়েছে পর্যটকদের মধ্যে। ভবিষ্যতে শুধু গোপগড় ইকো পার্কই নয় ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের অন্যান্য পার্ক গুলিকেও- এমনটাই জানালেন বনমন্ত্রী।
আরও পড়ুনঃ ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস
পাশাপাশি বনমন্ত্রীর দাবি পর্যটন থেকে রাজ্যের আয় বৃদ্ধি হচ্ছে। আর সে কারণেই পর্যটনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্য সরকারের। রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন কি কি সংযোজন হয় সেটাই এখন দেখার বিষয়। অনুষ্ঠানে এসে বনমন্ত্রী বলেন, জঙ্গল লাগোয়া জনজাতির কৃষ্টি সংস্কৃতিকে না আটকে বনদপ্তর প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে যাতে বন্যপ্রাণী গুলির বিলুপ্তি না ঘটে। তিনি বলেন, ” তাই আমরা চেষ্টা করছি সেইসব জঙ্গল অধ্যুষিত জনজাতির মানুষদের সচেতন করার। যাতে তারা বন্যপ্রাণীদের শিকার না করে।”
অন্যদিকে মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে আজ থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জেলা বন বান্ধব উৎসব- ২০১৯। এই উৎসব এর মূল শ্লোগান “প্রতি ফোঁটায় নিহীত প্রাণ, জল বাঁচালেই বাঁচবে প্রাণ”। পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল , আর এক ভাগ স্থল হয়েও বিশ্বায়নের যুগে শুধু মাত্র এই জলের জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লাগে তবে অসম্ভব বলে কিছু নেই।
তাই সুন্দর ধরিত্রীর প্রাণের সঞ্চারকে বাঁচিয়ে রাখতে জলের যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন গাছের এই বিশ্বা উষ্ণায়ন ঠেকাতে। এই উৎসবে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম এর জন্য বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ, শ্রীকান্ত মাহাত, গীতা ভূঁইয়া, সহ বন দপ্তরের আধিকারিকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584