পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
শিশু শ্রম প্রতিরোধে আইনী সচেতনতা প্রচারে বিশেষ ট্যাবলো বের করল উত্তর দিনাজপুর জেলা শ্রম দফতর।
ফিতে কেটে এদিন শিশুশ্রম বিরোধী ট্যাবলোর উদ্বোধন করেন ইসলামপুর মহকুমার শ্রম আধিকারিক শেখ নৌসাদ আলি।
জেলার ইসলামপুর শহরে শিশু শ্রম প্রতিরোধমূলক প্রচারের উদ্দেশ্যেই এই ট্যাবলো বলে জানান আধিকারিকেরা।
মূলত বিভিন্ন হোটেল, ধাবা,গ্যারেজ ও দোকানগুলোতে যাতে কোনও শিশু শ্রমিক নিয়োগ না করা হয় সেই প্রচারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি বেআইনিভাবে শিশুদের দিয়ে কাজ করানোর অভিযোগে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন হোটেল ও গ্যারেজগুলি থেকে শ্রম দফতর ও পুলিশ যৌথ উদ্যোগে হানা দিয়ে পাঁচ শিশু শ্রমিককে উদ্ধার করেছিল। জেলার বিভিন্ন হোটেল ও জাতীয় সড়কের ধারে ধাবাগুলিতে এবং বিভিন্ন দোকানে বেআইনিভাবে শিশুদের কাজে নিয়োগ করা হয়ে থাকে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানো দণ্ডনীয় অপরাধ, শিশুদের তাদের নায্য অধিকার ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ট্যাবলোর মাধ্যমে বিশেষ প্রচার অভিযান শুরু করল উত্তর দিনাজপুর জেলা শ্রম দফতর।
বৃহস্পতিবার জেলার ইসলামপুর মহকুমা শ্রম আধিকারিকের দফতর থেকে শিশু শ্রম বিরোধী প্রচার অভিযানে ” বন্ধ হোক শিশুশ্রম এইবার,স্কুল যাওয়াটাই দরকার ” এই স্লোগান নিয়ে একটি ট্যাবলো সাড়া ইসলামপুর শহর পরিক্রমা করে।
আরও পড়ুনঃ নতুন রূপে সাজবে মাইথন
ইসলামপুর মহকুমা শ্রম আধিকারিক শেখ নৌসাদ আলি জানিয়েছেন, শিশুদের দিয়ে বেআইনিভাবে শ্রম করানো দণ্ডনীয় অপরাধ তা সাধারন মানুষকে বোঝাতে এবং শিশুদের তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সচেতনতামূলক প্রচার করার উদ্দেশ্যেই আজ ট্যাবলোর উদ্বোধন করা হয়েছে। মানুষ যাতে শিশুদের দিয়ে বেআইনিভাবে শ্রম না করান সেই উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584