নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৩১ তম মালদহ জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল। মঙ্গলবার দুপুরে মালদা শহরের বৃন্দাবন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন স্কুল মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পুস্তক প্রেমীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় পা মেলান মেলার উদ্বোধক সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি মৌসুম নূর, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, বই মেলা কমিটির সম্পাদক অম্লান ভাদুড়ী সহ অন্যান্য অতিথিরা।
সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় মালদা কলেজ ময়দানে। সেখানে ফিতা কেটে ৩১ তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।
এরপর মেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে মেলার সূচনা করেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। ২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলায় প্রায় ২৫০ টি ষ্টল খোলা হয়েছে। বইয়ের স্টলের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীর স্টল রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584