বিয়াল্লিশতম পুষ্প প্রদর্শনীর উদ্বোধন

0
60

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

inauguration of the 41st Flower Show
উদ্বোধন।নিজস্ব চিত্র

প্রতিবছরের মত এবারো শুক্রবার ২৮ ডিসেম্বর থেকে মালদহ শুভঙ্কর শিশু উদ্যানে শুরু হল ৪২ তম পুষ্প প্রদর্শনী।মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়শনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পাঁচ দিন ধরে চলবে এই পুস্প প্রদর্শনী।দেশ বিদেশের বিভিন্ন ফুল,ফল সহ বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে হাজির হয়েছে পরিবেশ প্রেমী মানুষেরা।তবে প্রত্যেক প্রজাতির ফুল, ফল ও গাছের ভিত্তিতে প্রতিযোগিতারও ব্যবস্থা করেছে এই সংস্থা। প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রদর্শনী ও প্রতিযোগিতা একই সাথে চলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।মোট ৮২ জন প্রতিযোগী ১৩৫২ টি টবে ফুল,ফল ও গাছ নিয়ে এই প্রদর্শনীতে হাজির হয়েছে। বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা,ডালিয়া,গোলাপ,মরশুমী ফুল, ক্যাকটাস,সাকুলেষ্ট.বনসাই সহ টবে ফলও দেখতে পাওয়া যাবে এইখানে।আজ বিকেলে এই পুষ্প প্রদর্শনী উদ্বোধনের সাথে সাথে ফুল প্রেমী মানুষদের ভিড় করতে দেখা যায় শুভঙ্কর শিশু উদ্যানে। আগামী ১ জানুয়ারী এই পুষ্প প্রদর্শনী শেষ হবে।প্রত্যেকদিন সকাল থেকেই শুরু হয়ে যাবে এই পুষ্প প্রদর্শনী।পুষ্প প্রদর্শনীর পাশাপাশি বিকেল থেকে রাত্রি পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।এদিন ৪২ তম এই পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধানশিক্ষক স্বামী সুরত্মানন্দ মহারাজ।

আরও পড়ুন: জানুয়ারিতে বন্ধ মধু চা বাগান খোলার আশ্বাস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here