ইসলামপুরে প্রথম সবলা মেলার সূচনা

0
34

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার ৭ দিনের সবলা মেলা শুরু হল সোমবার ইসলামপুর কোট ময়দানে। এবছর  প্রথমবার  অনুষ্ঠিত হচ্ছে সবলা মেলা ইসলামপুর মহকুমায়। সোমবার মেলার উদ্বোধন করেন ইসলামপুরের ভারপ্রাপ্ত  মহকুমা শাসক খুরশেদ আলম।

উদ্বোধন। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন ইসলামপুরের চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল, সমাজসেবী জাবেদ আখতার, জেলা স্বনির্ভর সংযুক্তিকরন আধিকারিক সৈকত গাঙ্গুলী সহ বিভিন্ন আধিকারিকগন। সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে  এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সবলা  মেলা উপলক্ষে বর্ণাঢ্য একটি মিছিল ইসলামপুর শহর জুড়ে পরিক্রমা করে।  উপস্থিত বিশিষ্ট অতিথিরা বিভিন্ন  স্টল পরিদর্শন করেন।

সবলা মেলায় উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী চাল তুলাইপাঞ্জি চাল, পান্জিপারার হলুদ, কালিয়াগঞ্জের বিখ্যাত কার্পেট শিল্পীর দ্বারা প্রস্তুত করা বিভিন্ন ধরনের কার্পেট, রয়েছে বিভিন্ন জিনিস তৈরির সরঞ্জাম। প্রথম দিন থেকেই শুরু হয়েছে মানুষের ঢল। জানা যায় এই মেলা চলবে আগামী ১২ই জানুয়ারী পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here