মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্যসভার সাংসদ থাকাকালীন দিনহাটার মাতালহাটে বুড়া ধরলা নদীর উপর সেতুর জন্য প্রায় এক কোটি টাকা অর্থ বরাদ্দ করেছিলেন কুনাল ঘোষ। তারই বরাদ্দকৃত টাকায় উদ্বোধন হতে যাচ্ছে সেই সেতু।
কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন জানান, শুক্রবার দুপুরে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দিনহাটার মাতালহাটে এই সেতুর উদ্বোধন করবেন। সেতুর উদ্বোধন ছাড়াও বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মণ আদর্শ বিদ্যাপীঠের নবনির্মিত শ্রেণীকক্ষের উদ্বোধন করবেন প্রাক্তন সাংসদ। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সাহিত্যিক বরুণ দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, জেলা পরিষদ সদস্য প্রতিমা রায় সরকার, দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না রায় বর্মন অন্যান্যরা। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন।
কৃষ্ণ বাবু জানান, বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মণ আদর্শ বিদ্যাপীঠে স্থানীয় এলাকার বহু ছাত্রছাত্রী পড়াশুনা করেন। স্কুলে সেভাবে কোন শ্রেণিকক্ষ না থাকায় ছাত্র-ছাত্রীদের নানাভাবে সমস্যায় পড়তে হয়। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে তিনি রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের সাথে যোগাযোগ করেন এবং তার কাছে স্কুলের উন্নয়নে সহযোগিতা চান। কুনাল ঘোষ সাংসদ থাকাকালীন স্কুলের জন্য ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেন। তার বরাদ্দকৃত টাকায় স্কুলের তিনটি শ্রেণিকক্ষ নির্মিত হয়। এছাড়াও এলাকাতেই বুড়া ধরলা নদীর উপর সেতুর জন্য কুনাল ঘোষ ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করেন। তারই বরাদ্দকৃত টাকায় মাতালহাটের বড়ভিটা গ্রামে নদীর উপর সেতু গড়ে ওঠে। প্রাক্তন সাংসদ সেই সেতুর উদ্বোধন করবেন বলে জানান কৃষ্ণকান্ত বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584