পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরের শ্রম দফতরের পক্ষ থেকে আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলা শ্রম দফতরের আধিকারিক সোমনাথ দাস।
তিনি জানান এই ট্যাবলোটি গ্রামে-গঞ্জে ঘুরে সামাজিক সুরক্ষা প্রকল্পের কি কি সুবিধা পাওয়া যাবে তার প্রচার করবে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে শ্রমদফতরের অধীনে এই প্রকল্পটির নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা ।
প্রকল্পের আওতায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আওতায় আসে। অসংগঠিত শ্রমিকদের যেমন প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য সুরক্ষা, পড়াশোনার জন্য আর্থিক অনুদান, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বাচ্চাদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা এই প্রকল্পের আওতায় রয়েছে ।
এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা অনেক প্রকারের সুযোগ-সুবিধা পাবেন তারই প্রচার চলবে ইসলামপুর শহর ও তার আশে পাশের গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584