পূর্বস্থলীতে যাত্রা উৎসবের উদ্বোধনে অভিনেত্রী দেবশ্রী রায়

0
225

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

inauguration of theatre festival at purbasthali
নিজস্ব চিত্র

মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান নগর গ্রাম পঞ্চায়েতের অধীন ভাতসালা গ্রামে আধুনিক যাত্রাপালার জনক মতিলাল মঞ্চে দু’দিনের যাত্রা উৎসবের উদ্বোধন হলো।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে যাত্রা উৎসবের সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়,সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা যুগ্ম আধিকারিক দূর্গা প্রসাদ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ও দেপাঞ্জন চক্রবর্তী সহ অনেকে।

inauguration of theatre festival at purbasthali 2
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন মন্ত্রী স্বপন দেবনাথ ও দেবশ্রী রায়। নিজস্ব চিত্র

দুই দিনের যাত্রা উৎসবের উদ্বোধন করে স্বপন দেবনাথ জানান,”যে আজকাল আধুনিক প্রযুক্তিতে গ্রাম-গঞ্জের লোক সংস্কৃতি উৎসব যাত্রা হারিয়ে যেতে বসেছে।তাই আমরা যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের যাত্রা উৎসবের আয়োজন করে থাকে প্রতিবছর।” মতিলাল রায় আধুনিক যাত্রাপালার রূপকার ছিলেন।এই মতিলাল রায় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১নম্বর ব্লকের ভাতশালা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।ইতিমধ্যে মতিলাল রায় নামে একটি মঞ্চ তৈরি করা হয়েছে।স্থানীয় বিশিষ্ট সমাজসেবী দুর্গা মোহন চক্রবর্তী তিনি স্বেচ্ছায় জমি দান করেছেন,মতিলাল রায়ের আবক্ষ মূর্তি বসানোর জন্য।এছাড়াও এই মতিলাল রায় জন্মদিন কে স্মরণ রেখে বসেছে মেলা।মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই যাত্রা উৎসবের সূচনা হয় ভাতশালা গ্রাম থেকে।

আরও পড়ুনঃ পথদুর্ঘটনা সচেতনতায় স্কুল পড়ুয়াদের পথনাটক প্রদর্শন

 

inauguration of theatre festival at purbasthali 3
নিজস্ব চিত্র

এই যাত্রা উৎসবের অতিথি ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়।তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, “পশুপ্রেমী হতে হবে আমাদের।পশুরাও আমাদের মত সমস্ত কিছুই অনুভব করে থাকে তাই পশুদের ভালবাসতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।অযথা পশুদের উপর নিষ্ঠুর ভাবে আক্রমন করা কাম্য নয়।”
দেপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন যে
চার দিনের যাত্রা উৎসব এ চারটি যাত্রা দল অংশগ্রহণ করবে।প্রতিদিন রাতে যাত্রা দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসেন এবং স্থানীয় বাসিন্দারা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যাত্রা গান দেখেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here