শ্যামল রায়,পূর্বস্থলীঃ
শুক্রবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অধীনে বিদ্যানগর এ যুগল মিলন প্রতিমার উদ্বোধন করলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস বিশ্বাস, লক্ষিন্দর মন্ডল ,খোকন মজুমদার,গোবিন্দ মল্লিক,বিশ্বজিৎ বিশ্বাস, অনিকেত বিশ্বাস, সৌমজিৎ বিশ্বাস প্রমূখ।শ্রীকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে ও বিদ্যানগর যুবসংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাস যাত্রা উপলক্ষে।
রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মানুষ উৎসবের মধ্যে দিয়েই বেঁচে থাকে আর এই উৎসবকে কেন্দ্র করে রক্তদান শিবির করেছে এলাকার যুবক বৃন্দ এবং মহিলারা নিশ্চয়ই এই রকম বিরলতম ঘটনার ভূয়শী প্রশংসা করেন তিনি।
বিভাস বিশ্বাস বলেন যে রাস উৎসবকে কেন্দ্র করে মানুষ যেখানে মেতে উঠেছে সেখানে এলাকার যুবক-যুবতীরা স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসছে এটা নিশ্চয়ই ভালো দিক। শ্রীকৃষ্ণ সেবা সমিতির সম্পাদিকা মনীষা বিশ্বাস বলেন যে তাদের সমিতির মধ্যে দিয়ে একাধিক কর্মকাণ্ড সারা বছর ধরে করেন এ রক্তদান শিবির ও তার মধ্যে অন্যতম। যুগল মিলন রাস উৎসব উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সেই বিশিষ্ট সমাজসেবী সুধীর সাহা যিনি ১০২ বার রক্ত দিয়েছেন।এছাড়াও উত্তর শ্রীরামপুর এলাকায় ৬০টি রাস পূজা অনুষ্ঠিত হচ্ছে জানালেন নবকুমার কর।
আরও পড়ুনঃ কেশপুরের শ্যামচাঁদপুর বিদ্যামন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584