নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বন্যা পরিস্থিতি তেলেঙ্গানায়। উদ্ধারকাজে তৈরি দুটি হেলিকপ্টার। আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা তিনদিনের নাগাড়ে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানার বিস্তীর্ণ গ্রামীন অঞ্চলে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সরকারী সব আধিকারিককে যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ কাজের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির। হায়দ্রাবাদের ৬০০-র ওপর বাড়ি বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।
জয়শঙ্কর ভূপালপল্লি জেলার ১২ জন কৃষককে উদ্ধার করা হয় হেলিকপ্টারের সাহায্যে। এনডিআরএফের টিম নিয়োগ করা হয়েছে উদ্ধারকাজ এবং ত্রাণের কাজের জন্য।
আরও পড়ুনঃ নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংস হত্যা উত্তর প্রদেশে
একটি বড় ট্রাক ভেসে গেছে জলের তোড়ে, কোনভাবে ট্রাকের হেলপারকে উদ্ধার করা সম্ভব হলেও ড্রাইভারের সন্ধান মেলেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০-র ওপর বাড়ি, হনুমানকোন্ডার আশেপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, অধিবাসীদের অভিযোগ মিউনিসিপ্যালিটি ঝড় বৃষ্টির আগে থেকেই ব্যর্থ পরিস্থিতি সামলাতে। রঙ্গল এবং ভুবনপল্লী জেলা থেকে প্রায় ১০০০ এর ওপর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত স্থানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584