হলদিয়ায় ব্যবসায়ী মহলে আয়কর হানা, অভিযোগ বিজেপির চক্রান্তের

0
59

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

শিল্পশহর হলদিয়ায় দিনভর একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়করের হানা ঘিরে তৈরি হল রাজনৈতিক চাপানোতর। আয়কর আধিকারিকরা কমপক্ষে ৭০ টি গাড়ি নিয়ে তাঁরা সাত সকালে পৌঁছে যান শিল্প শহরে, এমনটাই জানা গিয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর।

income tax raid
প্রতীকী চিত্র

প্রথমে হলদিয়ার ভবানীপুর থানা, মহিষাদল থানা এবং হলদিয়া থানায় গিয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের এ দিনের অভিযানের নথি জমা দেন আয়কর আধিকারিকেরা। এরপরে একাধিক দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান চালান তাঁরা। শহরের একাধিক ব্যবসায়ীর বাড়িতে। যার মধ্যে রয়েছে হলদিয়ার পুর পারিষদ শেখ আসগর আলিরও বাড়ি।

আরও পড়ুনঃ মাস্ক না পরলে বন্ধ করে দেওয়া হবে দোকান, হকারদের সতর্ক করলেন ফিরহাদ হাকিম

স্থানীয় সূত্রের খবর, যাদের বাড়িতে আয়কর দপ্তর তল্লাশী চালায় তাঁদের সকলেরই মূলত বন্দর কেন্দ্রিক ব্যবসা। অন্তত ১৫ টি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। ব্যবসায়ী শেখ মুজফফর, অমিত মুখোপাধ্যায়, শুভ্রা ভট্টাচার্য নামে একাধিক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন। শেখ মুজফফর পুরপরিষদ আসগরের বাবা। তাঁর তালপুকুর, টাউনশিপ, মহিষাদলের বাড়ি এবং একাধিক অফিসে তল্লাশি চালানো হয়।
মুজাফফরের দাবি, এটি সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র। রাজনৈতিক চক্রান্তের শিকার তাঁরা। অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here