মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাসভবনে আয়কর হানা

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আয়কর সংক্রান্ত গরমিলের অভিযোগে শুক্রবার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপি নেতা অনিল দেশমুখের বাসভবনে আয়কর হানা। বেশ কিছু জায়গায় এক সঙ্গে আয়কর দপ্তর অভিযান চালায় এদিন।

Anil deshmukh
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

মুম্বাইয়ের সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিক শচিন ওয়াজে অভিযোগ করেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখের নির্দেশে তিনি বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে টাকা আদায় করতেন এবং অনিল দেশমুখ নাকি তাঁকে বিভিন্ন হাই প্রোফাইল কেসের তদন্তে নিজের নির্দেশ অনুযায়ী চালিত করতেন। ইডি-র তদন্তে একথা জানান তিনি। তিনি এও বলেন যে, মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী অনিল পরব ও অনিল দেশমুখ মিলিত ভাবে মুম্বাইয়ের ১০ জন ডিসিপির বদলির অর্ডার বাতিল করার জন্য তাদের থেকে ৪০ কোটি টাকা নিয়েছেন।

আরও পড়ুনঃ গুজরাত দাঙ্গায় মোদী-শাহ’র দিকে আঙ্গুল তোলা আইএএস হর্ষ মান্দারের বাড়িতে ইডি হানা

ইতিমধ্যেই অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি ও সিবিআই। এছাড়াও সিবিআই ১০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় লুকআউট নোটিস জারি করে অনিলের বিরুদ্ধে। সর্বোপরি সুপ্রিম কোর্ট অনিল দেশমুখের আবেদন অনুযায়ী কোন অন্তর্বর্তী রক্ষা কবচও দেয়নি তাঁকে।

উল্লেখ্য, মহারাষ্ট্র সরকার গতকালই সাসপেন্ড করে দেশমুখের আপ্তসহায়ক সঞ্জীব পালান্ডেকে , তিনি ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হন আর্থিক দুর্নীতির মামলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here