সুদীপ পাল,বর্ধমানঃ
এনআরএস-কান্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতি বর্ধমান মেডিকেল কলেজ-এ চলছে। হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা চিকিৎসা করলেও রোগীদের বাড়বাড়ন্ত।এই ভিড়কে কাজে লাগাচ্ছে দালালচক্র।
চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার এবং বিভিন্ন নার্সিংহোমে রোগীর ভর্তির ব্যবস্থা করছে দালালরা।
রোগীর আত্মীয়রা বলছেন, মেডিকেল কলেজ থেকে রোগীদের নিয়ে যাওয়ার প্রবণতা প্রাইভেট নার্সিংহোমের রয়েছে অনেক ক্ষেত্রেই।মেডিকেল কলেজের এই অচল অবস্থার প্রভাব কিন্তু কোন বেসরকারি নার্সিংহোমে পড়েনি।
সরকারি হাসপাতালে ভর্তি না হতে পেরে চিকিৎসার জন্য কিছুটা তাঁরা বাধ্য হয়েও নার্সিংহোমে যাচ্ছেন রোগীর আত্মীয়রা।এই কয়েক দিনে প্রায় ত্রিশ শতাংশ বেশি রোগীর ভিড় বেড়েছে নার্সিংহোমগুলিতে।
বর্ধমান মেডিকেল কলেজে দালালদের এই দৌরাত্ম্য নতুন কিছু নয়।পুলিশের হাতে মাঝেমধ্যেই ধরা পড়ে দালালরা। কিছুদিন চুপচাপ তারপর আবার শুরু হয় চক্র। এখন এই চক্রের রমরমা।
পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ যদিও বলছেন, বেশ কয়েকজন দালালকে এলাকা ছাড়া করা হয়েছে। কড়া নজরদারি রয়েছে হাসপাতালে,যাতে এরকম ঘটনা না ঘটে।
আরও পড়ুনঃ বালুরঘাটে রোগীর পরিজনদের হাতে আক্রান্ত চিকিৎসা কর্মী
ইতিমধ্যেই নার্সিংহোম মালিকদের সংগঠনের বৈঠক হয়েছে।মেডিকেলে অচল অবস্থার জন্য রোগীদের ভিড় বাড়তে থাকায় সংগঠনের সম্পাদক আলহাজউদ্দিন শেখের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত এবং সেটি আলোচনায় উঠে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584