চাহিদা বেড়েছে ভেষজ আবীরের

0
91

সুদীপ পাল,বর্ধমানঃ

Increased demand of Herbal Abeer
নিজস্ব চিত্র

সারা রাজ্যের সাথে বর্ধমান জেলা জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব।গতকাল দোল পূর্ণিমায় এবং এদিনও বিভিন্ন জায়গায় আবির খেলা অনুষ্ঠিত হচ্ছে।বর্ধমান সদর শহর ছাড়াও আউসগ্রাম ২ ব্লকের অমরারগড় গ্রামে সমস্ত গ্রামবাসী একসাথে পালন করল দোল উৎসব। অমরারগড় ইয়ুথ ক্লাবের উদ্যোগে ভিন্ন ভাবে দোল উৎসব পালনের ব্যবস্থা করা হয়।অনুপম চৌধুরী, অমিত পাল প্রমুখরা বলেন, ‘বছরের এই একটি দিন এই জায়গাটি যেন মিলনক্ষেত্র হয়ে ওঠে। সমস্ত রকম বিভেদের কথা ভুলে সবাই মিলিত হয় দোল উৎসবে।তাতে ধর্মের প্রাচীর থাকে না, তাতে বিভেদের প্রাচীর থাকে না।’

Increased demand of Herbal Abeer
নিজস্ব চিত্র

মানকর রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃ আশ্রমে প্রতিবছরের মতো এবছরও দোল উৎসবের আয়োজন করা হয়। দিনের শুরুতে বিশেষ পূজা পাঠ-এর বিশেষ ব্যবস্থা করা হয়।পরে ভক্তদের প্রসাদ পাবার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ রঙ-আবীরের বাহ্যিকতা উপেক্ষা করে আত্রেয়ী পাড়ে অন্য বসন্ত উদযাপন

বর্ধমান শহরের এক আবীর ব্যবসায়ী জানান, গত বছরের তুলনায় এ বছরে বিক্রি ভালো হয়েছে।তবে কৃত্রিম রং এর বদলে মানুষ খুজঁছেন ভেষজ আবীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here