নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
জল্পনার অবসান। অ্যাডিলেড ওভালে পিঙ্ক টেস্ট ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে অভিযান শুরু করবে ভারতীয় দল। তবে কোহলিরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে খেলবে সীমিত ওভারের ম্যাচ। ৩টি ওয়ান-ডে ম্যাচ ও তিনটে টি২০ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
এরপর ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডেই শুরু হবে টেস্ট সিরিজ। এবারও ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নেই অনুষ্ঠিত হবে বক্সিং-ডে টেস্ট ম্যাচ। ৭-১১ জানুয়ারি সিডনি তে তৃতীয় টেস্ট ও ১৫-১৯ জানুয়ারি ব্রিসবেনে শেষ টেস্ট খেলবে দুই দল।
আরও পড়ুনঃ রান পাবোই বলছেন রাসেল
১০ নভেম্বর শেষ হচ্ছে আইপিএল। আইপিএল খেলেই দুবাই থেকে ডনের দেশে যাবে টিম বিরাট। সেখানে ছয় দিনের কোয়ারেন্টাইন। তবে সীমিত ওভারের সূচি এখনো তৈরি না হলেও মনে করা হচ্ছে ২৫-৩০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ওয়ান-ডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে ৪-৮ ডিসেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584