কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
ওভাল টেস্টের চালকের আসনে ভারত। ভারতের দ্বিতীয় ইনিংস ৪৬৬ রানে শেষ হয়, ভারত এগিয়ে ৩৬৭ রানে। রবিবার ওভালে ২৭০-পর খেলা শুরু হলে রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে দেয় অলরাউন্ডার ক্রিস ওক্স। এর কিছুক্ষণ পর সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৪৪)। ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুর শতরানের পার্টনারশিপ করেন।
টেলেন্ডার উমেশ যাদব(২৩), জস্প্রীত বুমরাহ(২৫) রান তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শার্দুল ঠাকুর প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসে আকর্ষণীয় ৬০রান করেন সাত টি চার ও একটি ছয়ের সাহায্যে। ভারত ৪৬৬ রানে অলআউট হয়ে যায় এবং জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৬৮ রান করতে হবে ১২৬ ওভারে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওক্স তিনটে, অলি রবিনসন ও মঈন আলি দুটো করে উইকেট পান। এছাড়া ইংলিশ অধিনায়ক একটি উইকেট নেয়।
আরও পড়ুনঃ ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
জবাবে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ব্যাটসম্যান শুরু ভালো করে। বিনা উইকেটে ইংল্যান্ড ৭৭ রান তোলে। হাসিব হামিদ (৪৩)ও রোরি বার্নস (৩১)অপরাজিত রয়েছে। জয়ের জন্য লাগবে ২৯১ রান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584