কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ওভাল টেস্টে প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯০ রানে শেষ হয়। ইংল্যান্ড গতকাল ১ উইকেটে ৫৩ রানে পর শুক্রবার ওভালে খেলা শুরু হলে নাইট ওয়াচম্যান ক্রেগ ওভারটন ও ডেভিড মালান (৩১)কে ফিরিয়ে দেন উমেশ যাদব। একসময় ইংল্যান্ডের স্কোর ছিল পাঁচ উইকেটে ৬২ রান।
ম্যাচে ক্রমশ ভারতীয় বোলারদের দাপট দেখাতে শুরু করে এমতাবস্থায় ষষ্ঠ উইকেট জুটিতে ইংল্যান্ডের হাল ধরেন ওলী পোপ (৮১) ও জনি ব্রেষ্টও(৩৭) দুজনে মিলে ৮৯ রানের পার্টনারশিপ করেন এবং সপ্তম উইকেটে ওলী পোপ ও মঈন আলী(৩৫) সঙ্গে ৭১রানের পার্টনারশিপে আরো কিছুটা দলকে এগিয়ে নিয়ে যায় ।কিন্তু টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিস ওকস ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন। শার্দুল ঠাকুরের ইনিংসের কথা স্মরণ করে দেয়। যদিও শার্দুল-এর ইনিংস ছিল আক্রমণাত্মক। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে যায়। ইংল্যান্ডের প্রথমসারি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়।
আরও পড়ুনঃ বাংলাদেশের স্বপ্নের দৌড় অব্যাহত, ৪ রানে হারাল নিউজিল্যান্ডকে
চতুর্থ টেস্টের ভারতের হয়ে সুযোগ পাওয়া উমেশ যাদব তিনটি উইকেট এবং জস্প্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা দুটো করে উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪৩ রান করে। রোহিত শর্মা (২০) ও কে এল রাহুল (২২) রানে অপরাজিত আছে। ম্যাচে ফিরতে হলে ভারতীয় ব্যাটসম্যানদের বড় রানের ইনিংস খেলতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584